নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তরের পলাশ উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বুধবার(২৭ মার্চ) সন্ধায় পলাশ উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন দৈনিক জবাবদিহি পত্রিকার বোরহান মেহেদী, মানবকন্ঠের হাজী মো: জাহিদ হোসেন গাজী, দৈনিক সমকালের মো: আশাদউল্লাহ মনা, দৈনিক আমাদের অর্থনীতির মাহাবুব সৈয়দ, নরসিংদীর কাগজের ওয়াদুদ বাচ্চু, মানব জমিনের রুবেল মো: সারোয়ার হোসেন রুবেল, ভোরের পাতার আনিছুর রহমান ও বাংলাভূমি’র বিল্লাল হোসেন।