সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দস্তগীর হোসেন মোমেন মাস্টার (৭৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন তিনি।
আজ শনিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোমেন মাস্টার।
এর আগে (১১ মার্চ) পলাশের জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করেন মোমেন মাস্টার। পরে সেদিনই হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে মোমেন মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর দক্ষিণ পারুলিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে (উত্তর চন্দন মাদ্রাসা) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মোমেন মাস্টারকে দাফন করা হবে।