এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর সংরক্ষিত মহিলা আসন থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে এমপি হিসেবে নির্বাচিত করেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পর বুধবার বিকেলে তিনি প্রথম বারের মতো নিজ এলাকায় আসলে রায়পুরার মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এমপির আগমনের খবরে এলাকার উচ্ছাসিত নেতাকর্মীরা ভাষ্কর অলি মাহামুদের নেতৃত্বে মটর সাইকেল বহর নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এমপি ফরিদা ইয়াসমিনকে বরন করে রায়পুরা উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে উপজেলা পরিষদে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি ফরিদা ইয়াসমিন।
এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও তাকে ফুল দিয়ে বরণ করেন।
এমপি হিসেবে রায়পুরায় প্রথম এসে সাংবাদিকদের সাথে তিনি বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম রায়পুরা আমার নিজ এলাকা আমার নিজ জন্মভূমিতে আসার পর এখানকার মানুষ আমাকে আপন করে নিয়েছে। এলাকার লোকজনের সমস্যার কথা শুনে আমি তাদের ভালো থাকার জন্য কাজ করে যাবো এবং রায়পুরা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। পরে তিনি এমপি হিসেবে প্রথম বারের মতো রায়পুরার আইন শৃংখলা কমিটির সভা ও সমন্বয় সভায় যোগ দেন।