1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫ পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন ত্যাগী নেতা মাসুদ রানাকে আগামীদিনে মূল্যায়ন করবে বেলাব উপজেলাবাসী পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০ পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

শিবপুরে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ অনলাইন প্লাটফর্ম’র শুভ উদ্বোধন

হৃদয় এস সরকার
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

হৃদয় এস সরকার : নরসিংদীর শিবপুরে নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রী বাজারজাতকরণে  ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ নামে অনলাইন প্লাটফর্ম’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কমান্ডার আব্দুল মান্নান ভূইয়ার বাড়িতে এ অনলাইন প্লাটফর্মের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তা মেহের নিগার মনি’র উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা এমপি ও নরসিংদী ওমেন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে বিশদ আলোচনা করেন নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উদ্যোক্তা মেহের নিগার মনির মত দেশে দিন দিন নারীর উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের নারীরা যেমন কর্মক্ষম হচ্ছে, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছে। এ সকল নারী উদ্যোক্তারা বিভিন্ন সুস্বাদু খাবার, বস্ত্রসহ বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এ সকল উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য অনলাইনে বাজারজাতকরণের ফলে বিভিন্ন রকমারি দোকান ও নামিদামি ব্রান্ডের শো-রুম গুলোতে যে দরে বিক্রি করা হয় তার চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে অনলাইনে বিভিন্ন পণ্য সামগ্রী করে করায় ক্রেতা সাধারণরা দুই ভাবে সুফল ভোগ করছে। মানুষ ঘরে বসেই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে। ফলের দেশের নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এ সময় বক্তারা নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাতকরণে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ নামে অনলাইন প্লাটফর্মটি প্রতিষ্ঠা করায় তরুণ এই নারী উদ্যোক্তা মেহের নিগার মনির ভূষিত প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ অনলাইন প্লাটফর্ম’র সাফল্য কামনা করে দোয়া করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT