নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার এবারও সাধারন সম্পাদক পদে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এবার তাদের পরিষদের পুরনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে। তরুণ ও নতুন শিল্পীদের নিয়েই এবার মাঠে আসবে তারা।
জায়েদ খানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়।
রোববার (১৭ মার্চ) বিকেলে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় আদম বাই হক ফ্যাশনের সাল আহাম্মেদ হৃদয়, স্থানীয় শো-রুমের মালিক মানিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন চলচ্চিত্র সমিতির সাধারন সম্পাদক ও অভিনেত্রী নিপুন।