1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খায়রুল কবির নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবতে আনন্দ মিছিল নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে: মনোহরদীতে বিএনপি নেতা জুয়েল নরসিংদী জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেলাবতে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত মনোহরদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন ঢাবি’র ছাত্রদল নেতা বাইজিদ নরসিংদীতে সাংবাদিক আবু তাহের এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা

নরসিংদীর বাবুরহাটে অগ্নিকান্ড, ৩০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌঁনে একটার দিকে বাজারের সাত তলার মোড় এলাকার জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো: রফি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শেখেরচর-বাবুরহাট বাজারের জিয়া উদ্দিন মার্কেটে রাত সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নরসিংদীর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানের মধ্যে বেশিরভাগ লেপ-তুষক ও পর্দার দোকান ছিল।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো: রফি জানান, নরসিংদী ও বাহিরের মিলিয়ে মোট ৮টি ইউনিটের সহযোগিতায় রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হই। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি মো: গিয়াস উদ্দিন জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসলে আমরা বাসায় চলে আসি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরে বলতে পারবো।

সেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, এই বাজারে প্রায় সাড়ে তিন হাজারের মতো দোকান ঘর রয়েছে যেখানে শুধু মাত্র কাপড় বিক্রি করা হয়। এখন ঈদ মৌসুম তাই ব্যবসায়ীরা পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল ঈদের বেচাকেনার জন্য। এই অবস্থায় এই অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতি হয়ে গেলো।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসের কর্মকর্তাবৃন্দ।
###

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT