নিজস্ব প্রতিবেদক : ‘‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুজ্জামান রাজু প্রমুখ।