এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর আওতাধীন প্রবাসবন্ধু ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর মার্কাজ মোড় ব্র্যাক এরিয়া কার্যালয়ে প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর এর সঞ্চালনায় মসজিদের ইমাম ও চর বেলাব ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন এর সভাপতিত্বে সভায় চার বছর মেয়াদী ১৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্য কার্যকরী কমিটির সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক সোহেল রানা মনোনীত হয়েছেন।
এ সময় গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে সহ সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এস এম শরীফ মিয়া।
কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক মো: সেলিম মিয়া, কার্যকরী সদস্য- পারুল বেগম, সাংবাদিক মনিরুজ্জামান, আলতাফ হোসাইন,কামাল হোসেন, সম্পা বেগম, শওকত আলী,শারমিন জাহান, রাফেজা আক্তার, পারভীন বেগম ও ব্র্যাক প্রতিনিধি শাদমান কুরাইশি শাকিব পর্যবেক্ষক সদস্য মনোনীত হয়েছে।
বৃহত্তর রায়পুরা উপজেলার প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয় অভিবাসন সেবা নিশ্চিত করার জন্য। বিদেশ ফেরতদের সহায়তা ব্র্যাকের এ মাইগ্রেশন প্রোগ্রাম ( প্রত্যাশা প্রকল্প-২) চালু করা হয়েছে।