আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!
ছালাম রফিক বরকত জব্বার
নাম না জানা আরও কতো জন
পারিনা তোমাদের ভুলতে আমরা
ব্যথায় ভরা মন।
ফেব্রুয়ারি এলেই তোমাদের কথা
ভীষণ মনে পড়ে
গান কবিতা ছড়া ছন্দে
তোমাদের স্মরণ করে।
ভাষা শহীদের স্মরণ করি নানান আয়োজনে
শহীদ মিনারে ফুল দিতে যাই শ্রদ্ধা ভরা মনে।
নগ্ন পায়ে মৌন মিছিল গাই একুশের গান
ভাষার জন্য আত্মদানে তোমরা মহা প্রাণ।
বাংলা একাডেমি সোহরাওয়ার্দী
উদ্যানে
বিশাল বইয়ের মেলা
বেদনার মাঝে নতুন বইয়ে
আনন্দে দেয় দোলা।
তেমাদের জন্য আমরা পেলাম
আমার মাতৃভাষা
বাংলা ভাষায় গান গেয়ে যাই
কামার কুমার চাষা।
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
রক্তেরাঙ্গানো ক্ষণে
একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা ভরে জাতি
তোমাদের স্মরণ করে।
কবি এম মাসুদ খান