সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে হৃদয় রাঙানো ভালোবাসা আর পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার সামাজিক সংগঠন মানবতার আলো। বুধবার একুশের প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন মানবতার আলো সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন মানবতার আলো সংগঠনের মুখপাত্র বিপ্লব রায়, সভাপতি সুজন চৌধুরী, সহ-সভাপতি অনিক ঘোষ, সাধারণ সম্পাদক রোমন ভক্ত, সহ-কোষাধ্যক্ষ মিথুন রায়, প্রচার সম্পাদক সজীব রায়, উপদেষ্ঠা সদস্য ননী গোপাল কর, হোসেন মিয়া, সদস্য অরবিন্দু রায়, জামাল মিয়া, প্রনব মিত্র, ননী গোপাল সেন প্রমূখ।