এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রায়পুরা থানার সার্কেল অফিসার আফসান-আল-আলম ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আ: হালিম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এম নুরউদ্দিন আহমেদ,
রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মেহেদী হাসান রিপন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোস্তফা খান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি অজয় সাহা, দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রফিকুল হক রফিক, দৈনিক ভোরের সময় প্রতিনিধি তৌফিকুল হক, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এসএম শরিফ,
দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি এম আজিজুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, দ্যা ডেইলি পোষ্ট প্রতিনিধি তাসলিমা রহমান, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, সাপ্তাহিক নরসিংদীর সময় প্রতিনিধি ফরিদ মিয়া, নরসিংদী টুডের প্রতিবেদক ইমরান মোল্লা সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এবং রায়পুরা উপজেলায় আসন্ন একটি ইউপি নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।