আমিনুর রহমান সাদী : নরসিংদীতে মানবিক সাহায্য সংস্থা আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এর উদ্যোগে প্রায় চার শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক ব্যক্তিকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকার ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব রোগীদের ঢাকার প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়।
এসময় প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ বিনামূল্যে ঔষধ ও ৮৭ টি চশমা দেওয়া হয় রোগীদের। এছাড়াও ২৬ জনের ছানি পরবর্তী পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য ইসিপির সহযোগী লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়।মানবিক সাহায্য সংস্থা সোশ্যাল সার্ভিস প্রোগ্রামের সিনিয়র অফিসার শালোমি সাংমা বলেন, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। আমাদের আজকের দিনব্যাপী এই কার্যক্রমে অসহায় দুস্ত রোগীদের চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বমোট ৪১৮ টি চক্ষু শিবির বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত মোট এক লক্ষ ৯৬ হাজার ৮১৭ জনকে বিনামূল্যে চক্ষুসেবাসহ ১৯ হাজার ১৬৭ জনের চোখে সার্জারি সম্পন্ন করা হয়েছে।