শেখ মানিক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকাস্থ শিবপুর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মরজাল ওয়ান্ডার পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সকল সদস্যদের স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়। সেই সঙ্গে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। দিনব্যাপী এ আয়োজনে সমিতির সদস্যদের অংশগ্রহণে রাফেল ড্র, খেলাধুলা, নাচ, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়েজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি সাবেক সচিব নুরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টাঙ্গাইলের জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান রিপন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মেজর জেনারেল (অব:) মো. সিদ্দিকুর রহমান সরকার,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, সমিতির সহ-সভাপতি সাদেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুল বাসেদ, ডাঃ বজলুল গনিসহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিবপুর উপজেলা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা শিবপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।