নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের জেলখানা মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় রুশিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নারীর নিহত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রুশিয়া বেগম নরসিংদী পৌর শহরের তরোয়া এলাকার মৃত স্বামী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রুশিয়া বেগম সন্ধ্যায় ভেলানগর থেকে তার বাড়ী শহরের তরোয়ায় যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।