মো: আশাদউল্লাহ মনা : অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওকাপের কুমিল্লা ও নরসিংদী জেলা ম্যানেজার মোঃ শহিদুজ্জামান, ওকাপের প্রজেক্ট অফিসার বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী,
আরো বক্তব্য রাখেন, পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও ওকাপের উপজেলা সুপারভাইজার কারিমা পুস্পিতা প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গন মাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।