নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ্য থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
এসময় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাহিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।