এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় গ্যালাক্সি টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টার নামে একটি মোবাইল দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের ভেতর থাকা তিনশোর বেশি স্মার্টফোন, মালামাল ও ক্যাশ বক্সে থাকা নগদ টাকা নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনার পর বাজারে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতির দাবি দোকান মালিক অহিদুজ্জামান অহিদ এর।
দোকান মালিক সূত্রে জানা গেছে, দোকানের কর্মচারীরা বৃহস্পতিবার রাত ১০টার কিছু সময় পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে রায়পুরায় মোবাইলের দোকানে চুরি শেষে সাটারে তালা দেয় চোরচক্র দোকান খুলতে গিয়ে দেখতে পান দুটি সাটারের একটিতে নতুন তালা লাগানো। পরে বিষয়টি তারা দোকান মালিককে জানান।
পরে তিনি অপর সাটারের তালা খুলে দেখতে পান ভেতরে থাকা কয়েকটি কোম্পানির প্রায় ৩শ স্মার্টফোন, নগদ এক লাখ ৮১হাজার টাকা চুরি হয়েছে। দোকানটি পুরো সিসি ক্যামেরায় আওতায় থাকায় চুর চক্র ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। দোকানের সামনে থাকা ইসলামি ব্যাংকের সিসি টিভি ক্যামারা গুলো দোকানের উল্টো দিকে ঘুরিয়ে দেয় তারা।
শুক্রবার সকালে খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার অন্যান্য পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। রায়পুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মোবাইলের দোকানে চুরির ঘটনার বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
জানতে চাইলে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা মীর মাহাবুব চৌধূরী মুঠোফোনে সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ হয়নি। রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।