রনি শেখ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার তিন ইউনিয়ন পরিষদে এবারই প্রথম ২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয় হয়েছে।
তাদের বিপরীতে ৩টি ইউনিয়নেই স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতে মনোহরদী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রাপ্ত ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে এ বি এম মাহবুবুর রহমান দুলাল ৫ হাজার ৪৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক আকন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১১ ভোট।
খিদিরপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী অটোরিকসা প্রতীকে কাউসার রশিদ বিপ্লব ২ হাজার ৯৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৮৯ ভোট।
চরমান্দালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আনিছ উদ্দিন শাহিন ৩ হাজার ৮১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০০ ভোট।