মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : অসহায় ও দুস্থ শীতার্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন। ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ফিরোজা আরিফ ফাউন্ডেশন ও ফিরোজা আরিফ যুব উন্নয়ন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন ঢাকার উত্তরায় অবস্থিত ফাতেমা টেক্সটাইল। শীতবস্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, ফাতেমা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ফিরোজা আরিফ ফাউন্ডেশনের পরিচালক ফাখরুল আলম খান।