সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তিনি নির্বাচনী এলাকার ৯০টি কেন্দ্রে ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হন। আর তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৬৯ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭৭৮জন ও নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৭২ জন। ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।