ডেস্ক রিপোর্ট : মোহাম্মদ অপূর্ব নামে এক যুবক তার মা’য়ের জন্য পাত্র চেয়ে ফেসবুক বিজ্ঞাপন আকারে পোস্ট করেছেন। বাবা মারা যাওয়ার ২ বছর পর মা’য়ের একাকিত্ব কাটানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন ছেলে। দুই ভাই ব্যবসার কাজে বাসার বাহিরে থাকতে হয়। মাকে তেমনভাবে সময় দিতে পারেন না। তাই পারিবারিক ভাবে মা’য়ের সম্মতি নিয়ে পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।
ফেসবুক ‘বিসিসিবি’ মেট্রিমনিয়াল : হেভেনলি ম্যাচ’ নাম গ্রুপে গত ৩০ জুলাই একটি পোস্ট করে। সেখানে লেখেন, বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খোঁজছি। পোস্টে কেমন পাত্র চান, সে বিষয়ে উল্লেখ করেন।
পোস্টে লিখা হয়, ঢাকার আশে পাশে হলে ভাল হয়। পাত্রকে ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। বয়স ৪২-৫০ এর মধ্যে হলে ভাল হয়। একদম সাদা-মাটা যে কিনা আম্মুর পাশে বাকি জীবন থাকবে সঙ্গী হিসেবে।
পোস্টে পাত্রীর বিবরনে লেখেন, নাম ডলি আক্তার, উচ্চতা ৫ ফুট, শিক্ষাগতা যোগ্যতা : ৮ম শ্রেণী। আরও উল্লেখ করেন, দুই ছেলে আছেন। দুইজনই ব্যবসা করেন। ছোট ছেলে অনলাইন ব্যবসার সাথে জড়িত আছে। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার কেরানীগঞ্জে।