নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো: আরিফুল ইসলাম ও পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিবের উদ্যোগে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো: আরিফুল ইসলাম জানান, ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আব্দল মঈন খান স্যারের দিক নির্দেশনায় আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এই শীতে এসব অসহায় মানুষ যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট পেতে না হয় সেই লক্ষ্যে আমরা আজ কম্বল বিতরণ করেছি।