শেখ মানিক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রাব্বানী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। ১ লা জানুয়ারি সোমবার সকাল থেকে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ।