1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে ডাকাত ধরতে গিয়ে দুই পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বেলাব সদর ইউনিয়নের বেলাব গ্রামের টিএন্ডটি অফিস সংলগ্ন স্থানে।

পুলিশ জানায়, কুলিয়ারচর এলাকার ইমন নামে এক কুখ্যাত ডাকাত বেলাবতে আছেন এমন খবরে ওই থানার পুলিশ ফোর্সের সাথে বেলাব থানার ডিএসবি মোঃ ফারুক আহমেদ ও কনষ্টেবল মামুন ঘটনাস্থলে যায়।

এসময় উল্লেখিত ডাকাতকে ধরতে গেলে ডাকাত ইমন বেলাব থানার কনস্টেবল মামুন ও ডিএসবি ফারুক আহমেদকে এলোপাথারী ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

বেলাব থানার ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উল্লেখিত ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে বেলাব থানায় এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ডাকাত ইমনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

নরসিংদীর কন্ঠস্বর /আলমগীর পাঠান/স. এস হোসেন 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT