মো: আশাদউল্লাহ মনা : আইএফআইসি ব্যাংক নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শাখার উদ্দ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল ডাকবাংলা মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঘোড়াশাল শাখার ব্যাবস্থাপক সেফায়েতুল ইসলাম, ঘোড়াশাল বাজার বণিক সমিতির সহ সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সজীব নন্দী,বিশিষ্ঠ ব্যবসায়ী নিতাই চন্দ্র দাস ও ব্যাংকের মার্কেটিং ও সেলস অফিসার সাধন কুমার মল্লিক প্রমুখ।
এ সময় ব্যাংকের ঘোড়াশাল শাখার ব্যাবস্থাপক সেফায়েতুল ইসলাম জানান, ব্যাংকের নানান কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াশালে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।