সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ” মানুষ মানুষের জন্য ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার সামাজিক সংগঠন হৃদয়ে আমাদের পলাশ এর উদ্যোগে অসহায় বস্তিবাসী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সংগঠনের এডমিন আলমগীর হোসেন ও শরীফ হোসেন সরকার এর সার্বিক সহযোগিতায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার এসব অসহায় বস্তিবাসী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
এসময় কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।
হদয়ে আমাদের পলাশ সংগঠনের সদস্যরা জানান, এই শীতে সবচেয়ে বেশি কষ্ট করে অসহায় মানুষেরা। তাই আমরা তাদের শীত নিবারণে কম্বল বিতরণ করেছি। পলাশবাসীর কাছে দোয়া ছাড়া আমাদের বিশেষ কোনো চাওয়া নেই। আমাদের যতটুকু আছে তা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মোহাম্মদ রমজান খান, আলমগীর হোসেন ও আশিক প্রমুখ। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মোনাজাত করা হয়েছে।