নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটির সভাপতি হিসেবে আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে অনুমোদন দেওয়া হয়।
রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হল।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কমিটিতে সহ- সভাপতি হিসেবে শিব্বির আহমেদ শিবলী, সহ- সভাপতি
সারোয়ার হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ জোবায়ের ও কেন্দ্রীয় কমিটির সদস্য শোয়েব রায়হানকে অনুমোদন দেওয়া হয়।