মো: আশাদউল্লাহ মনা : ” স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য উলের পণ্য তৈরী বিষয়ক এক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে ৩০ জন শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক এ প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজীমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক মোসাঃ রেহানা বেগম ও যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী রহিমা আক্তার।
উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজীমা পারভীন এ সময় বলেন, আত্মকর্মসংস্থানের কর্মক্ষম হিসেবে তৈরী করতে উলের পণ্য তৈরী প্রশিক্ষণ নিয়ে এসব পুরুষ-মহিলারা বেকারত্ব থেকে কর্মক্ষমে যোগ দিয়ে নিজেরা এখন উৎসাহ পাবে। সবাই ঘরে বসে এ সকল পণ্য তৈরী করে আত্মনির্ভরশীল হবে। তাছাড়া তাদের প্রশিক্ষন চলাকালীন সময়ে তাদের যাতায়াত ভাড়াও প্রদান করা হয়।