1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

নরসিংদীতে ১৪ ঘন্টায় ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে নরসিংদীর রেলওয়ে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় বাদুয়ারচর রেল ব্রীজ এলাকায় রোমান সরকার (২০) ও আজ সোমবার সকাল ৯ টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় জুয়েল ভূইয়া (৪৫) নামে একজন ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ নিয়ে গত ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেনের কাটায় রায়পুরা উপজেলার দুই যুবক মারা গেছে।

নিহত রোমান সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকার হক মিয়ার ছেলে আর জুয়েল একই উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেস ভূইয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে প্রবেশ করছিলো। ওই সময় স্টেশনের পশ্চিম পাশে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কা ঘটনাস্থলে জুয়েল ভুইয়ার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, বেসরকারি একটি কোম্পানীতে চাকরি করতো জুয়েল। পরে তাকে মানসিক রোগের কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে রোমানের স্বজনরা জানায়, রোমানের পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায় হলেও সে কুড়িগ্রামের নাগেশ্বর এলাকায় থাকেন। সেখানে সে স্থানীয় কলেজে একাদশ শ্রেনীর ছাত্র। এক সপ্তাহ আগে সে বাবার বাড়ি রায়পুরাতে আসে। পরে সন্ধ্যায় বাদুয়ারচর ব্রীজে আসলে ট্রেনে কাটা পড়ে মারা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা পৃথক স্থান থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে এসেছি। মেথিকান্দায় নিহত জুয়েল মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT