মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুটিয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ জুলাই) বিকালে পুটিয়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য মো. হান্নান সরকারকে সভাপতি ও মো. শফিক খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পুটিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক,
কৃষি বিষয়ক সম্পাদক সামসুল হুদা মুকুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
সঞ্চালনা করেন পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রমজান। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।