নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
নরসিংদী ডি.সি রোডে মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। শহীদদের প্রতি সম্মান রেখে ১০ মিনিট বিদ্যুৎ সর্বরাহ বন্ধ রাখা হয়।
এসময় জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটিকে স্মরণ করেন।
এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।