সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের তাসবিকুর রহমান সুৃৃমন (৪২) নামের এক প্রবাসী ব্যবসায়ী সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। সে সিঙ্গাপুরে স্ত্রী ও পাঁচ মাসের কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন।
নিহতের ভাই মুসফিকুর রহমান বাবু জানান, রবিবার
সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি লরীর সাথে সুমনের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধা ৭ টায় সিঙ্গাপুর থেকে সুমনের মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। পরে সেখান থেকে বালুচর পাড়া গ্রামে নিয়ে আসা হবে। পরের দিন বুধবার সকাল ১০টায় বালুচর পাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে সুমনের মরদেহ দাফন করা হবে।