1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ১৫ বছর পর ছাত্রশিবিরের কার্যালয় উদ্বোধন নরসিংদীতে “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিশ্রামাগার থেকে কম্বল ও টিসিবি’র তেল উদ্ধার শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন আজ। ‘সুখ-,দু:খ, হাসি-কান্না, জীবনের ভালোলাগা আর সকলের নিরন্তন ভালোবাসা দিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে ‘শুভ জন্মদিন’। প্রতিটি দিন কাটুক ফুলের শুভাষে। প্রতিষ্ঠিত হোক আপনার কর্মময় জীবন।

একজন দক্ষ সাংবাদিক হিসেবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলা অব্যাহত থাকুক। আপনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মানুষের ভালোবাসা, সম্মান আর শ্রদ্বাবোধই আপনার এ চলার পথ আরও প্রসারিত হবে।

এদিকে আশাদউল্লাহ মনার শুভ জম্মদিন উপলক্ষে নরসিংদী জেলা ও পলাশ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্থরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা জানান, আজ আমার জন্মদিন উপলক্ষে যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদেরসহ সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

জানা যায়, মোঃ আশাদউল্লাহ মনা নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল মিয়া পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকেই ১৯৮৬ সালে এসএসসি, ১৯৮৮ সালে কালীগঞ্জের জামালপুর কলেজ থেকে এইচএসসি ও কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ১৯৯০ সালে ডিগ্রি পাশ করেন।

কালীগঞ্জ শ্রমিক কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই দৈনিক নব অভিযান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক আলআমীন ও মানবজীবন পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT