মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে গরীব মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ জুলাই) সকালে ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে যোশর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সেনা সদস্য শফিকুল ইসলাম কিশোর এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজিস্ট ডা. সারোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্যোসাল কাউন্সিলর ড. সোহেল মিয়া, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, কবি ও সাহিত্যিক আসাদ সরকার প্রমুখ।
সভায় দক্ষিণ কামালপুর, মাকাল্লা খৈনকুট ও জানখারটেক গ্রামের শতাধিক মেধাবী শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।