এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি পুকুরের কচুরিপনার নিচে আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের ওই পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তির আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি। তাঁর পড়নে ছিল সাদা চেকের শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। ঠিক কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে ওই এলাকায় দুর্গন্ধ ভেসে আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই পুকুরের কচুরিপানার সাথে ভেসে আছে একজনের লাশ। এখবর পেয়ে বিকেল ৫টায় রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে।