1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

মনোহরদীতে এমপি হতে উপজেলা চেয়ারম্যান এর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৩২ বার

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম খান বীরু। তিনি নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামীলীগ ভরসা রেখেছে প্রবীণ রাজনীতিবীদ বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর উপর।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো: সাইফুল ইসলাম খান বীরু সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহন করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

ইতিমধ্যে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এ এইচ আসলাম সানি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT