আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলামের পক্ষ থেকে অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ শুক্রবার (২৯ জুলাই) বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ডাংঘরকান্দা গ্রামের (৭ নং ওয়ার্ডে) মোঃ নূরুজ্জামান, বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের মাসুদ মেলেটারির বাড়ীর মোসাম্মৎ মকবুলের নেছা ও মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের পশ্চিম হেতেমদি গ্রামের সাকিবকে ৩ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
বেলাব উপজেলার বেলাব সদর ইউনিয়নের চরবেলাব নামাপাড়ার মোসাম্মৎ সাজেদা বেগম, বিন্নাবাইদ ইউনিয়নের চরকাসিম নগর গ্রামের মধুমিয়ার বাড়ীর মোসাম্মৎ জোয়েনা আক্তার ও মনোহরদী উপজেলা চরমান্দালিয়া ইউনিয়নের পশ্চিম চরমান্দালিয়া গ্রামের সাবুদ আলীর বাড়ির আফসানা বেগমকে ৩ টি সেলাই মেশিন প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম বলেন, একটি পরিবার যদি একটি সেলাই মেশিন নিয়ে কিছুটা হলেও ভালো ভাবে চলতে পারে সেটাই হবে আমার বড় পাওয়া। আমি চাই গরিবের পাশে যাতে সবাই এসে দাঁড়ায়।