নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুনের স্ত্রী গত ১২ অক্টোবর এক সঙ্গে জন্ম দেন পাঁচ নবজাতকের। এদের মধ্যে ১ ছেলে ও ৪ মেয়ে শিশু। কিন্তু এদের চারজনই মারা যায়। শেষে জীবিত থাকা শিশুটি ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার কিছু সময় পর এক শিশুর মৃত্যু হলে বাকি চার শিশুকে ভর্তি রাখা হয় নবজাতক বিভাগের এনআইসিউতে। সেখানে একদিনের ব্যবধানে তিন শিশুর মৃত্যু হয়। বেঁচে ছিলো এক শিশু। এটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইনডোর বিভাগের মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা।
তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। শিশুগুলো অপরিপক্ক অবস্থায় মাত্র ২৬ সপ্তাহ বয়সে জন্ম নিয়েছিলো, ওজন ছিলো কম।