শেখ মানিক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারীর প্রতি বিএনপি-জামাতের সহিংসতার প্রতিবাদে মানবন্ধন পালন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ) সকাল সাড়ে দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতা কর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন স্তরের শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।