জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্প ৬০ দিন ব্যাপি আইজিএ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) নরসিংদী সমবায় ইনস্টিটিউট এর হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
নরসিংদী স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান মাহবুবা রহমানের সভাপতিত্বে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্পের পরিচালক ড. মো: আলফাজ হোসেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি সমবায় অংশ প্রকল্পের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক হাজারী, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি উপ পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ।
এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিরেক্টর এডমিন হাসনা হেনা, বল্ক বাটিক কোর্ডিনেটর সুমি আক্তার, একাউন্স অফিসার মাহমুদুল হাসান সহ সকল শিক্ষক, শিক্ষিকা, প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।