ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : “রক্তের অভাবে যাবেনা আর একটি প্রাণ, আমরা আছি হাজারো তরুণ-তরুণী করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে নরসিংদীর পলাশে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করেছে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এ ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় ওই বিদ্যালয়ের প্রায় চারশত শিক্ষার্থীরা তাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার ও উদ্দীপ্ত তারণ্য সংগঠনের সদস্যরা।