নিজস্ব প্রতিবেদক : “সমবায় গড়ছি দেশ, স্মার্ট হব বাংলাদশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়ছ। এ উপলক্ষ আজ শনিবার (৪ নভেম্বর) সকালে উপজলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কর।
পরে উপজেলা সম্মলন কক্ষ পলাশ উপজলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়াজনে সমবায় দিবসের এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখনে পলাশ উপজলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা প্রোসক্লাব সভাপতি এস এম শফি, উপজেলা মুক্তিযাদ্বা সংসদের সাবক কমান্ডার মোজাম্মেল হক মটু ও শিক্ষক প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান রুবেল প্রমূখ।