এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি গরু ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্মে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ার কান্দি এলাকার মৃত শাহিদুল ইসলামের ছেলে। রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী ছিলো। সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে দাবী করেছে ফার্মের কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম, ওসি আজিজুর রহমান৷
ফার্মের আরেক কর্মচারী রকিব এ ঘটনার প্রত্যক্ষদর্শী৷ তিনি জানান, সোহাগ ঘটনার আগে রাতে সারা রাত সজাগ ছিলো। পরে সকালে সে বলে তার ভালো লাগছে না এবং সে বলে আমার স্ত্রী সন্তান মেরে ফেলেছে আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করে সে। তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়। এরপর সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে৷ অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়৷
নিহতের স্ত্রী মোসেনা বলেন, আমার স্বামীর সৎ ভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে অত্যাচার ও মারধর করতো। এসব বিষয় নিয়েই মূলত সে মানসিক চাপে ছিলো। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে৷
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিলো। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে৷ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।