সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদশ ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্য দিয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (০১ নভেম্বর) সকালে পলাশ উপজলা প্রশাসন ও উপজেলা যুব উনয়ন অধিদপ্তরের আয়াজনে এক বর্ণাঢ্য র্যালি পলাশের বিভিন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা সম্মলন কক্ষে এক আলাচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।
পলাশ উপজলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলমর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা যুব উনয়ন কর্মকর্তা তানজীমা পারভীনর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলন উপজলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোহাম্মদ আমিরুল হক প্রমুখ।
শেষে ৭ জন যুব ও যুব মহিলাদর মাঝে ৮ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন যুব মহিলাদের মাঝ সনদপত্র বিতরণ করা হয়।