ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : জামাত-বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে পলাশ উপজেলা যুবলীগ ও ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ঘোড়াশাল বাজার হতে শুরু হয়ে ঘোড়াশাল টোল প্লাজা হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঘোড়া চত্বরে এসে এক শান্তি সমাবেশ করে।
এ সময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক এস এম শফি, উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।