মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। এড. রেজাউল করিম বাসেতকে সভাপতি, জহিরুল হক মোল্লা হারুনকে সাধারণ সম্পাদক ও ইসমাইল হোসেন সরকারকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
শিবপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেস্তোরায় কর্মী সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক এড. আবুল হাসনাত মাসুম।
নবগঠিত কমিটিতে ফজলুল হক মাষ্টার ও আব্দুস সালাম সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে উপজেলা দিবস ও কর্মী সম্মেলনে আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার দাবী জানায়। এরই প্রেক্ষিতে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করে ঘোষণা দেন জেলার নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. রেজাউল করিম বাসেত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক মিঞা, প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. আবুল হাসনাত মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জি: শহিদুল ইসলাম,
জেলা জাতীয় পার্টির উপদেষ্টা শফিকুল ইসলাম সাত্তার, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, মাধবদী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নরসিংদী শহর জাতীয় পার্টির সভাপতি শাহ সূফী শামীম রানা ভূইয়া, এছাড়াও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জামান, নরসিংদী শহর শাখার সদস্য খোরশেদ আলম মৃধা, বাঘাব ইউনিয়ন শাখার সভাপতি ফজলুল হক মাষ্টার,
আয়ুবপুর ইউনিয়ন শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারচর ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক হক মিয়া, পুটিয়া ইউনিয়ন শাখার সভাপতি আমান উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক রিপন খন্দকার, জয়নগর ইউনিয়ন শাখার সভাপতি মনোরুদ্দিন মনু মেম্বার, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দুলালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বকুল, যোশর ইউনিয়ন শাখার আহবায়ক আবু হানিফ, সাধারণ সম্পাদক লিটন মিয়া,
উপজেলা যুব সংহতির আহবায়ক আব্দুস সালাম সরকার, সদস্য সচিব ইসমাইল হোসেন সরকার, জেলা ওলামা পার্টির আহবায়ক মৌলভী সিহাব উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আল মাহমুদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আল-মাসুম, সাধারণ সম্পাদক মাসুম ইবনে শামীম, উপজেলা কৃষক পার্টির সাবেক সভাপতি হাবিজ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।