1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ঘোড়াশালে জাতীয় পার্টির সম্মেলনে হট্রগোল, কমিটি ঘোষণা হয়নি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর পর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৭ বছর পর সম্মেলন হলেও রাত সাড়ে ৯ টা পর্ষন্ত নতুন কমিটি ঘোষণা করতে পারেনি নেতারা। সম্মেলন শেষে জাতীয় পার্টির অফিসে বসে কেন্দ্রীয় ও জেলার জাতীয় পার্টির নেতারা স্থানীয় নেতাদের নিয়ে বসে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হলে বাহিরে কর্মীরা দফায় দফায় বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন বলেন, নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদক পরে সমন্বয় করে ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির নাম ঘোষণা করবেন।

ঘোড়াশাল পৌর জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির উপদেষ্টা এ.এন.এম রফিকুল আলম সেলিম।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এডভোকেট সারোয়ার হোসেন মোল্লা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ স্বপন, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব শামীম আল আজাদ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT