নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে হলিডে রেস্টুরেন্ট এর উদ্বোধন করলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে শহরের রেল স্টেশন সংলগ্ন অত্যাধনিক এই হলিডে রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন তিনি। রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশন করবে দুটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন রোবট।
এসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে জনতার ঢল নামে। মানুষের উপস্থিতিতে শহরের রেল স্টেশন এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
উদ্বোধন শেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এই রেস্টুরেন্টটি একটু ভিন্ন। আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে খাবার পরিবেশনের জন্য আছে দুটি রোবট যা সত্যিই অনেকটা আকর্ষণ কারবে মানুষকে। সেই সাথে এই রেন্টুরেন্ট এর ভবিষ্যৎ সফলতা কামনা করছি।
হলিডে রেস্টুরেন্ট এর মালিক আনিসুজ্জামান জানান, রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আনা রোবট দুটির দাম পড়েছে ৩০ লক্ষ টাকা। এই রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশা পাশি নরসিংদীতে এই প্রথম লাইভ জুস বার ও লাইভ কিচেনে খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।