রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রায়পুরা প্রেস ক্লাব হল রুমে প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কালবেলা রায়পুরা প্রতিনিধি এনামুল হক রানার আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের ডাক এর প্রতিনিধি মোঃ রফিকুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক দেশ রুপান্তর এর প্রতিনিধি মো: মনিরুজ্জামান, মফস্বল সাংবাদিক ফোরাম রায়পুরা শাখার সভাপতি এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক গ্রামীন দর্পণের প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মোস্তফা খান, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, দৈনিক বিজনেস বাংলাদেশ এর রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজ, দৈনিক আমাদের নতুন সময় এর প্রতিনিধি ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম. আজিজুল ইসলাম,
দৈনিক যুগান্তর এর রায়পুরা প্রতিনিধি প্রণয় ভৌমিক, মোহনা টিভির প্রতিনিধি বিনা আক্তার, নরসিংদী টিভির প্রতিনিধি রোমান পথিক, দ্যা ডেইলি পোষ্ট এর প্রতিনিধি তাসলিমা রহমান তাসমি, দৈনিক সকালের সময় এর প্রতিনিধি জহির উদ্দিন নাসিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা প্রতিষ্ঠার এক বছর হলেও এটি খুব অল্প সময়ের মধ্যে তার প্রকাশনার মাধ্যমে পাঠকদের মনে স্থান করে নিয়েছে। এসময় প্রত্যেকেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও আরো সাফল্য কামনা করেছেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিয়ে একটি কেক কাটা হয়।