নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ে আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি ও স্কুলের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস।
এ সময় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
আজ রবিবার ১৫ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ১০ হাজার ৭২০ জন ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২৩৪ জন কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।